নিখোঁজ বিমানের তল্লাশি অভিযান আপাতত স্থগিত
আপাত নিখোঁজ বিমানের তল্লাশি বন্ধ করার সিদ্ধান্ত নিল মালয়েশিয়া সরকার। পরিস্থিতি বিবেচনা করার পরই ফের তল্লাশি শুরু করা হবে বলে জানানো হয়েছে। যেসব দেশগুলি বিমানের তল্লাশি সঙ্গে যুক্ত রয়েছে সেই সবকটি দেশকে তল্লাশি অভিযান বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
বোয়িং ৭৭৭ বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকে যে তল্লাশি চালানো হয়েছে সেই তল্লাশি খতিয়ে দেখার জন্য সময় নেওয়া হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
মূলত ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে তল্লাশি চালানোর কথা বলা হয়েছিল। নিখোঁজ হওয়ার পর ওইদিকেই বিমানটি গিয়েছিল বলে জানা গিয়েছিল। আপাতত সেই তল্লাশি কাজ বন্ধ রাখা হয়েছে। এদিকে ভিয়েতনামও তাদের তল্লাসি অভিযান আপাতত বন্ধ রাখার ঘোষনা দিয়েছে। তবে পরে পরিস্থিতি খতিয়ে দেখার পর সরকারের তরফে নির্দেশ পেলে ফের তল্লাশি শুরু করা হবে বলে জানানো হয়েছে।