মির্জা আলমগীর, আব্বাস, সালাম কারাগারে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের পৃথক ৩ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে রাজধানীর রমনা থানার ৩ মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই ৩ মামলায় অভিযুক্ত আসামিরা গত ২০ জানুয়ারি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন। জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। ৯ মার্চ আপিল বিভাগ লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন।
সকালে মির্জা আলমগীরসহ ৩ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পিপি আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। আসামি পক্ষে এডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া মাসুদ আহমেদ তালুকদার শুনানিতে অংশ নেন।