৭২ রানে অল আউট আফগানিস্তান
উদ্দীপ্ত বাংলাদেশের সামনে মাত্র ৭২ রানে অল আউট হয়ে গেছে আফগানিস্তান। ১৭.১ ওভারেই তারা সব উইকেট হারিয়ে ফেলে। বাংলাদেশকে এখন করতে হবে ৭৩ রান। বাংলাদেশের বোলারদের সামনে আফগান ব্যাটসম্যানের অসহায়ভাবে আসা-যাওয়া করতে দেখা গেছে।
ম্যাচটির প্রথম বলেই উইকেট পেয়েছিলেন মাশরাফি মর্তুজা। এরপর অন্য বোলাররা চেপে ধরনের আফগানদের। সাকিব আল হাসান ৩টি, আবদুর রাজ্জাক ২টি, মাশরাফি, মাহমুদুল্লাহ ও ফরহাদ রেজা একটি করে উইকেট নেন।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন গুলবদিন নাইব। সফিউল্লাহ ১৬ ও করিম সাদিক ১০ রান করেন। দলের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে সক্ষম হন।
এর আগে টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম।
দুই দলে যারা আছেন
বাংলাদেশ : তামিম ইকবাল, আনামুলক হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাহমুদুল্লাহ, ফরহাদ রেজা, মাশরাফি মর্তুজা, আল আমিন হোসেন, আবদুর রাজ্জাক।
আফগানিস্তান : মোহাম্মদ শাহজাদ, নওরোজ মঙ্গল, করিক সাদিক, শফিকুল্লাহ, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, সামিউল্লাহ শেনওয়ারি, দওলত জাদরান, শাপুর জাদরান, আফতাব আলম, নাজিব তারাকাই।