বাংলাদেশের মিষ্টি কুমড়া নিয়ে লন্ডনে হইচই !

Kumraইংল্যান্ডের বার্মিংহাম এয়ারপোর্টে আটককৃত একটি মিষ্টি কুমড়া নিয়ে লন্ডনে রীতিমত হইচই পড়ে গেছে। প্রায় ৭৯ কেজি ওজনের একটি ‘জায়ান্ট স্কোয়াস’ অর্থাৎ রীতিমতো দৈত্যাকৃতির এই মিষ্টি কুমড়াটি আটকের পর তা খাবেন, নাকি জাদুঘরে রেখে দেবেন এ নিয়েই দ্বিধায় পড়ে গেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইংল্যান্ডের বার্মিংহাম এয়ারপোর্টে বিশালাকৃতির এই মিষ্টি কুমড়ার চালানটি আটক করেছে সে দেশের কাস্টমস কর্তৃপক্ষ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কোনো যেনতেন দেশ নয়, খোদ বাংলাদেশ থেকেই কুমড়াটি পাচার করা হয়েছে। বাংলাদেশ থেকে লন্ডনগামী এক যাত্রী অবৈধভাবে কুমড়াটি নিয়ে যাওয়ার সময় বার্মিংহাম এয়ারপোর্টে আটক হন। এই তথ্য নিশ্চিত করেছে প্রভাবশালী দুই সংবাদমাধ্যম ডেইলি মেইল এবং মিরর।
দৈর্ঘে প্রায় চার ফুট এই দৈত্যাকার কুমড়াটির সঙ্গে বাংলাদেশ থেকে পাচার করে নেয়া প্রায় ৯৪ হাজার সিগারেট এবং ৭৯ কেজি মাছও জব্দ করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া একই সময় তিনটি শিপমেন্টে আসা প্রায় ৯০৭ কেজি পান আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লন্ডনসহ পুরো ইংল্যান্ডেই বসবাসরত বাঙালি এবং দক্ষিণ এশিয়ান জনগণের কাছে পান অত্যন্ত জনপ্রিয় বলে এটি প্রচুর পরিমাণে দেশটিতে আমদানিও হয়ে থাকে। আর তা সবজি হিসেবে। কিন্তু পানের ওই চালানটিতে যে পান ছিল ‘স্যালমোনিলা’ নামের এক ধরনের বিষাক্ত উপাদানের উপস্থিতি থাকতে পারে সন্দেহে পানের চালানটি আটক করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতেও পাঠানো হয়েছে কিছু পান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button