সিলেটে যাত্রা শুরু দেশের প্রথম গ্রীন গ্যালারির স্টেডিয়ামের
সিলেটে পর্দা উঠেছে দেশের প্রথম গ্রীন গ্যালারির স্টেডিয়ামের। জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে সোমবার আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষিক্ত হয়েছে সিলেট ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের একমাত্র গ্রিন গ্যালারির এই স্টেডিয়ামটিকে ইতোমধ্যে বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম হিসেবে অভিহিত করেছেন অনেকে। ক্রিকেট বোদ্ধারা বলছেন, ৫৬ হাজার বর্গমাইলের ভেতরে সেরা স্টেডিয়াম এটি। অনেকেই এটিকে তুলনা করছেন জোহানেসবার্গের স্টেডিয়ামের সঙ্গে। পুরো বিশ্বের নজর পড়েছে এবার সিলেটের ওপর। সুদূর প্রবাস থেকে নিজের শহরকে রুপালি পর্দায় দেখেন লাখ লাখ বাংলাদেশী। সোমবার সিলেট ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের দুটি খেলা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। শ্বাসরুদ্ধকর ভাবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে আয়ারল্যান্ড। জিম্বাবুয়ের দেয়া ১৬৪ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ২০ ওভারের ম্যাচের শেষ বল খেলে এ জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাতের।
বিশ্বকাপ উপলক্ষ্যে বর্ণিল সাজে সেজেছে পুরো সিলেট। ক্রিকেট জ্বরে ভূগছে পুরো নগরবাসী। উঁচু নিচু টিলাভূমি আর চারপাশে সবুজের সমারোহ নিয়ে অভিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত সিলেট ক্রিকেট স্টেডিয়ামও। পুরুষ বিশ্বকাপের ৬টি ম্যাচ ছাড়া মহিলা টি-২০ বিশ্বকাপের ২৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ হাজার দর্শক ধারনক্ষমতা সম্পন্ন এ মাঠে। বাংলাদেশ সাবেক কোচ ডেভ হোয়াটমোর এ মাঠকে বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম হিসেবে অভিহিত করেছেন। আর দক্ষিণ এশিয়ার মধ্যে গ্রীণ গ্যালারি রয়েছে একমাত্র সিলেট ক্রিকেট স্টেডিয়ামেই।