রাজ পরিবার ছাড়ার ঘোষণা দিলেন সৌদি প্রিন্স
সৌদি আরবের রাজ পরিবার ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রিন্স খালিদ বিন ফারহান আলে-সৌদ। তিনি রাজ পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, দেশে আল্লাহর আইন বা শাসন নেই।
গত শনিবার খালিদ বিন ফারহান বলেন, গর্বের সঙ্গে আমি সৌদি আরবের রাজ পরিবার ছাড়ার ঘোষণা করছি। এই সরকার আল্লাহর শাসনের পাশে দাঁড়ায়নি এমনকি সরকারের আইন, নীতি, সিদ্ধান্ত ও কাজকর্মে এর নেতাদের ব্যক্তিগত ইচ্ছারই কেবল প্রতিফলন রয়েছে।
তিনি সৌদি রাজ পরিবার ও নেতাদের সমালোচনা করে বলেন, আইনের শাসন ও ধর্মের প্রতি সৌদি সরকারের সম্মানের যে কথা বলা হয় তা নিতান্তই মিথ্যা এবং দূরভিসন্ধিমূলক যাতে তারা দেখাতে পারেন যে, তারা ইসলামি শাসনব্যবস্থার প্রতি অনুগত রয়েছেন।
প্রিন্স ফারহান আরো বলেছেন, সৌদি সরকার জনগণের দাবি মেনে কোনো ধরনের সংস্কারমূলক কর্মকাণ্ড হাতে নেয়নি বরং তাদের বিরুদ্ধে দমন-নিপীড়নকে বেছে নিয়েছে।