গাড়িও হ্যাক হতে পারে!

carগাড়িতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তিও হ্যাক করা সম্ভব। হ্যাকিংয়ের মাধ্যমে গাড়ির স্টিয়ারিং, ব্রেক, এক্সিলেটরসহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করতে পারে হ্যাকাররা। ল্যাপটপের মাধ্যমে গাড়ির বিভিন্ন প্রযুক্তিপণ্যে ব্যবহৃত সফটওয়্যার হ্যাক করে এমনটি করা সম্ভব, জানিয়েছেন দুজন মার্কিন নিরাপত্তা প্রকৌশলী চার্লি মিলার ও ক্রিস ভ্যালাসেক। ইতোমধ্যে তাঁরা ‘টয়োটা প্রিয়াস’ ও ‘ফোর্ড এস্কেপ’ গাড়ি দুটি হ্যাক করতে সক্ষম হয়েছেন।
তবে শখের বশে বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, আধুনিক প্রযুক্তির গাড়ির নিরাপত্তা খতিয়ে দেখতেই তাঁরা এ কাজ করেন। ইউএস ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হয়।
জানা গেছে, গাড়ি হ্যাক করার পর গাড়ির গতি পরিবর্তনসহ ড্রাইভারের অজান্তেই গাড়িতে থাকা গতি নিয়ন্ত্রণ যন্ত্রও নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছিলেন চার্লি মিলার ও ক্রিস ভ্যালাসেক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button