ইইউ প্রতিনিধির সাথে মুরসির বৈঠক
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন সোমবার রাতে মিসরের বরখাস্তকৃত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সাথে দুই ঘণ্টার দীর্ঘ বৈঠক করেছেন। বৈঠকের পর তার পক্ষ থেকে জানানো হয়েছে, মুরসি সুস্থ রয়েছেন। তবে সামরিক বাহিনী কোথায় আটকে রেখেছে তা জানা যায়নি। আজ মুসলিম ব্রাদারহুড মিসরে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১০ লাখ লোকের সমাবেশের ডাক দিয়েছে। ৩ জুলাই অভ্যুত্থানে মুরসি ক্ষমতাচ্যুৎ হওয়ার পর মিসরে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ইইউ প্রতিনিধিদল মিসরে আসে। অ্যাস্টনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুরসির সাথে তার বৈঠকটি ছিল বেশ ‘গভীর’। তবে কোথায় বৈঠকটি হয়েছে তা জানানো হয়নি। অ্যাস্টনকে হেলিকপ্টারে করে বৈঠকস্থলে নিয়ে যাওয়া হয়। এতে ধারণা করা হচ্ছে, মুরসিকে রাজধানী কায়রোর বাইরে কোথায় রাখা হয়েছে। অ্যাস্টন সামরিক বাহিনী প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আল বারাদির সাথেও সাক্ষাত করেছেন। আল বারাদি বৈঠকে অ্যাস্টনকে বলেছেন, বর্তমান সঙ্কট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা করছে।