সিসি ক্যামেরায় যুবলীগ নেতার খুনের দৃশ্য
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন খান ওরফে মিল্কি। গুলশানে শপার্স ওয়ার্ল্ডের সামনে গাড়ি থেকে সবেমাত্র নেমে দাঁড়িয়েছেন। সময় সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট। ঈদ উপলক্ষে বাচ্চাদের জন্য কেনা ড্রেস পরিবর্তন করতে সেখানে গিয়েছিলেন তিনি। কিন্তু দোকানে প্রবেশের সুযোগ পাননি তিনি। এরআগেই পেছন থেকে সাদা পাঞ্জাবি পরা ঘাতক ছুটে আসেন তার দিকে। সিসি ক্যামেরায় ধারণ করা দৃশ্যে দেখা যাচ্ছে, ঘাতক বাঁ হাতে মোবাইল কানে দিয়ে কথা বলছিলেন আর ডানহাতে পিস্তল দিয়ে একের পর এক গুলি করে যাচ্ছিলেন। র্যাবের ভাষ্য অনুযায়ী এ ঘাতকের নাম, জাহিদ সিদ্দিকী তারেক। তারেক নিহত রিয়াজের ছোটবেলার বন্ধু। তাঁরা দুজনই এজিবি কলোনির বাসিন্দা। খুনের সময় মিল্কির সঙ্গে কোন কথা বলেনি ঘাতক। মোবাইলে কথা বলতে বলতেই একের পর গুলি করে যায় সে। গুলিবিদ্ধ মিল্কির দেহ মাটিতে লুটিয়ে পড়ে। এ দৃশ্য দেখেও আশপাশে থাকা কেউ মিল্কিকে বাঁচাতে এগিয়ে যায়নি। মিল্কি মাটিতে লুটিয়ে পড়ার পর লাল রঙের মোটর সাইকেলে করে আরেক জন এগিয়ে যান মিল্কির দিকে। আরও ক’টি গুলি করেন। তবে একটি গুলি সাদা পাঞ্জাবি পরা প্রথম ঘাতকে শরীরে লেগে যায়। সেখান থেকে লাল রঙের একটি মোটর সাইকেলে করে দ্রুত পালিয়ে যায় তারা।