ব্রিটেনে প্রতি তিন মিনিটে একজন ছিনতাইয়ের শিকার
সাজু আহমদ: ব্রিটেনে প্রতি তিন মিনিটে একজন মানুষ পকেটমার, দস্যুতা কিংবা ছিনতাই এর শিকার হচ্ছেন। ব্যক্তিগত সামগ্রীর চুরির ঘটনা বেড়েছে ৭ ভাগ গত এক বছরের মধ্যে এবং এই দস্যুতার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ব্রিটেনের পশ্চিম ইয়র্কশায়ার, লন্ডন ও পশ্চিম মিডল্যান্ড এলাকায়।
হোম ইন্স্যুরেন্স কোম্পানী এলবি পরিচালিত গবেষণায় দেখা গেছে, গত বছর বিলেতে ১৮ লক্ষ মানুষ পকেটমার কিংবা ছিনতাই’র শিকার হয়েছেন এবং প্রতিটি ছিনতাই ঘটনায় ব্যক্তিগত সামগ্রীর ছিনতাই এর মূল্য হবে প্রায় ৩১৬ পাউন্ড। যে জিনিষগুলো সহজে বিক্রি করা যাবে, ছিনতাইকারীর টার্গেট থাকে সে জিনিষগুলোর প্রতি।
ছিনতাই কিংবা দস্যুতা ঘটেছে সর্বোচ্চ ১৭ ভাগ বার কিং পাব এ, ১৪ ভাগ যানবাহন এবং ১৩ ভাগ রাস্তায় চলতি পথে। এবং এই ঘটনাগুলোর ২০ ভাগ ঘটনাই ঘটেছে শনিবার দুপুরের ব্যস্ততম সময়ে।
গত দুই বছরে ব্যক্তিগত সামগ্রী চুরির সর্বোচ্চ রেকর্ড ১৯,৫৮৭ টি ঘটনা ঘটেছে লন্ডন মেট্রোপলিটন এলাকায় এবং ৯,৯২৪ টি ঘটনা ঘটেছে পশ্চিম ইয়র্কশায়ার এলাকায়।