টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় জয়
নেপালের বিপক্ষে নির্ধারিত ওভারের খেলা শেষ হওয়ার ২৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করে ১৩২ রান।
তামিম ইকবাল ও আনামুল হকের ঝোড়ো ব্যাটিংয় দিয়ে শুরু করে বাংলাদেশ। তামিম ও আনামুলের উদ্বোধনী জুটিতে এসেছে ৬৩। ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণের উদ্বোধনী জুটিতে বাংলাদেশের পক্ষে এটিই সর্বোচ্চ। আগে এ রেকর্ডটি ছিল ৬২ রানের।
বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল (৩০), সাকিব আল হাসান (৩৭), আনামুল হক বিজয় (৪২) ও সাব্বির রহমান ২১ রান করেন।
বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে নেপাল।
নেপালের পক্ষে সুবাস খাকুরেল (৮), সাগর পুন (১২), জিয়ানেন্দ্র মালা (১৩), পরশ খড়কা (৪১), বিনোদন ভান্ডারি (০) ও শরদ বিশ্বকর (৪০) রান করেন।
বাংলাদেশের পক্ষে ফরহাদ রেজা ১টি, মাশরাফি বিন মর্তুজা ১টি ও আল-আমিন ২টি করে উইকেট নেন।
নেপালের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
প্রথম পবের্র খেলায় বাংলাদেশের এটা দ্বিতীয় ম্যাচ। এর আগে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ : তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাহমুদুল্লাহ, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক।
নেপাল : সুবাস খাকুরেল, সাগর পুন, জিয়ানেন্দ্র মালা, পরশ খড়কা (অধিনায়ক), বিনোদ ভান্ডারি, শরদ বিশ্বকর, বসান্ত রেগমি, নরেশ বুদাইয়ার, শক্তি গৌচান, সোমপাল কামি, জিতেন্দ্র মুখিয়া।