অক্সফোর্ড ডিকশনারিতে ৯ শতাধিক নতুন শব্দ…

Oxfordঅক্সফোর্ড ডিকশনারির নব্য সংস্করণে ৯ শতাধিক নতুন শব্দ ও শব্দগুচ্ছ সংযোজিত হয়েছে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক ও টুইটারে বিশ্বজুড়ে তরুণ-তরুণীদের বহুল ব্যবহৃত বেশ কয়েকটি শব্দও সে তালিকায় রয়েছে। সেরকম দুটি নতুন শব্দ হলো bestie (best friend) ও bookaholic অর্থাৎ যিনি নিয়মিত ও প্রচুর বই পড়ায় অভ্যস্ত। এছাড়াও অক্সফোর্ডের নবতর সংস্করণটিতে আরও সংযোজিত হয়েছে Tick-tock, down-ballot শব্দ এবং শব্দগুচ্ছ দুটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা টিএনএন। উদ্ভট কিছু শব্দও এবার সংযোজিত হয়েছে অভিধানটিতে। Wacky, wack বা wacko শব্দগুলো ছিল আগে থেকেই। আরেকটু সম্প্রসারিত করে wackadoo এবং wackadoodle শব্দ দুটি সংযোজন করা হয়েছে। ঊনবিংশ শতাব্দীতে অ্যামেরিকান ইংলিশে বহুল ব্যবহৃত crap shoot শব্দগুচ্ছটিও স্থান পেয়েছে অক্সফোর্ড ডিকশনারির ৯ শতাধিক নতুন শব্দের মধ্যে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button