ক্রিমিয়া নিয়ে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে : জন কেরি

kerryমার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, ক্রিমিয়ায় যেভাবে ‘জাতীয়তাবাদী চেতনা’ উস্কে দেয়া হচ্ছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের অবস্থার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক বক্তৃতায় কেরি বলেন, “আমি একটি জাতীয়তাবাদী উত্তাপ লক্ষ্য করছি যা প্রকৃতপক্ষে অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারে। আপনাদের প্রত্যেকের উচিত অতীতে ফিরে যাওয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন শুরু হয়েছিল সে ইতিহাস পড়া। সে সময় যে উন্মাদনা ছড়িয়ে দেয়া হয়েছিল তা ছিল জাতীয়তাবাদী পাগলামি।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন এবং এজন্য তাকে ‘মূল্য’ দিতে হবে।
গত রোববারের এক গণভোটের জের ধরে ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে অন্তর্ভূক্ত করার ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেরি এসব কথা বলেন। ক্রিমিয়ার গণভোটে রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে ৯৭% ভোট পড়ে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনি যা চান সেটিকে গণভোটের দিকে ঠেলে দেবেন-এটি আইনসম্মত হতে পারে না। কারণ, আপনি হয়তো এ কারণে ক্ষুব্ধ হয়ে রয়েছেন যে, শীতল যুদ্ধ বা সোভিয়েত ইউনিয়ন বা এ জাতীয় কিছু শেষ হয়ে গেছে।”
ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভূক্তিকে কেন্দ্র করে রাশিয়ার শীর্ষস্থানীয় বহু নেতার ওপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। মস্কো পাশ্চাত্যের এ পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। শীতল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর গত দুই দশকেরও বেশি সময়ে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কে এতটা তিক্ততা সৃষ্টি হয়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button