খালেদা জিয়ার ২ মামলায় বিচার শুরু
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় চার্জ গঠন করা হয়েছে। আগামী ২১ এপ্রিল এ দুই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মহানগর দায়রা জজ বিশেষ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় এ দিন ধার্য করেন।
এর আগে জিয়া এই দুই মামলায় সময় চেয়ে করা আবেদন খারিজ করে দেন আদালত। এসময় আদালতকক্ষে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়।
আজ বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে দুটি মামলায় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।
দুপুরে আদালতে খালেদা জিয়ার এ আবেদন দুটির ওপর শুনানি নিয়ে সময় বাড়ানোর বিষয়টি নাকচ করে দেন বিচারক।
এর আগে শুনানিতে হাজিরা দিতে আদালতে যান খালেদা জিয়া।
তার প্রেসসচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানান, বিএনপি নেত্রী বেলা সাড়ে ১১টার দিকে তার গুলশানের বাসা থেকে রওনা হন। দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তিনি আদালতে পৌঁছেন।
এদিকে খালেদা জিয়ার হাজিরা উপলক্ষে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ২০১১ সালে এবং জিয়া এতিমখানা ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালে মামলা দুটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
এদিকে দুই মামলায় সময়ের আবেদন খারিজ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের উদ্যোগে আদালত কক্ষে হট্টগোল হয়েছে। বিএনপিপন্থী আইনজীবীরা আদালত কক্ষে হৈ চৈ শুরু করলে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাথে তাদের বাদানুবাদ হয়। এক পর্যায়ে এজলাস থেকে নেমে যান বিচারক।
সময়ের আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন।