বিএনপি একটি সুখী পরিবার : নাসিম
বিএনপিকে দিয়ে আন্দোলন হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, বিএনপি একটি সুখী পরিবার। তাদের বেশভুষা দেখেই বুঝা যায় তারা আন্দোলনের দল নয়। তাদের দিয়ে কখনও আন্দোলন হবে না।
বুধবার জাতীয় প্রেস কাবের কনফারেন্স লাউঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্জ্ব জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাসিম বলেন, টিআইবি অশালীনতা উস্কে দিচ্ছে। সরকারের সমালোচনা মানে গালিগালাজ নয়। তিনি বলেন, বর্তমানে সংসদে যে বিরোধী দল রয়েছে। তারা ভদ্র দল। এ কারণে বিরোধী দল টিআইবির নজরে পড়ে না।
মঙ্গলবার এক অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমানে যে সংসদ রয়েছে তা বিরোধী দলবিহীন সংসদ। আর বিরোধীদলবিহীন সংসদ কোনো দিনই দীর্ঘস্থায়ী হবে না।
আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।