লন্ডনে সাংবাদিককে তারেক রহমানের লিগ্যাল নোটিশ
যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভ্রান্তিকর মনগড়া মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশনের অভিযোগে বাংলানিউজ ২৪ এর স্পেশাল করেসপনেন্ডন্ট সৈয়দ আনাস পাশাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। তারেক রহমানের পক্ষে লন্ডনে লিংকন‘স ইন এর ১২ ওল্ড স্কয়ার চেম্বারস এর ব্যারিস্টার মাইকেল বিগস এর তত্ত্বাবধানে লিগ্যাল নোটিশ দিয়েছেন ল ফার্ম ইউনিভার্সাল সলিসিটর্স এর ব্যারিস্টার এন্ড সলিসিটর একেএম কামরুজ্জামান। মঙ্গলবার লন্ডনে সৈয়দ আনাস পাশার বাসার ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়। এতে বলা হয়, বাংলানিউজ ২৪ এর স্পেশাল করেসপন্ডেন্ট আনাস পাশা চলতি বছরের ২৭ ফেব্রয়ারী লন্ডনে সরকারবিরোধী লবিংয়ে ব্যাস্ত তারেক শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করেন। এই রিপোর্টটি তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচারের অংশ। রিপোর্টটি মিথ্যা ও অসৎউদ্দেশ্য প্রণোদিত এবং দেশে বিদেশে তারেক রহমানের ইমেজ বিনষ্ট করার চক্রান্তেরই অংশ।