নিরাপত্তা পরিষদে রুশ-মার্কিন পাল্টাপাল্টি হুমকি
ইউক্রেন-সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরস্পরকে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন দূত সামান্থা পাওয়ার ও রাশিয়ার দূত ভিতালি চুরকিন পরস্পরকে হুমকি দেন। ইউক্রেন-সংকট নিয়ে গত তিন সপ্তাহের মধ্যে এটি ছিল নিরাপত্তা পরিষদের অষ্টম বৈঠক।
বৈঠকে মার্কিন দূত বলেন, আগ্রাসন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নেবে। ক্রিমিয়াকে মস্কোর নিয়ন্ত্রণে নেয়াকে চুরির সঙ্গে তুলনা করেন মার্কিন দূত।
মার্কিন দূতের এই হুমকি ও বিদ্রূপের পাল্টা জবাব দেন রাশিয়ার দূত চুরকিন। তিনি বলেন, আমাদের দেশ নিয়ে এমন বিদ্রূপ মেনে নেওয়ার মতো নয়। এ ধরনের বিদ্রূপ অন্যান্য কূটনৈতিক বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সহযোগিতার ইচ্ছাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণভোটে রায় দেন ক্রিমিয়ার জনগণ। এরপর পুতিন ক্রিমিয়াকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। পরে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ায় যুক্ত করার পক্ষে একটি বিলে সই করেন পুতিন। এখন ক্রিমিয়াকে যুক্ত করার বিষয়টিতে রাশিয়ার পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।
রাশিয়ার এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ক্ষুব্ধ হয়েছে। ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে তারা।