ব্রিটিশ হাসপাতালে জমা চার বছরের ৮৬টি মানব ভ্রুণ

Walsall Manor Hospitalএকটি নয় দুটি নয় ৮৬টি শিশুর ভ্রুণ ও দেহাংশ বেশ কয়েক বছর ধরে জমা রয়েছে ব্রিটেনের পশ্চিম মিডল্যান্ডের ওয়ালসাল মাইনর হাসপাতালে। নিয়মমত একমাসের মধ্যেই সেগুলিকে নষ্ট করে দেয়া হয়।
গর্ভপাতের পর এই শিশুদের ভ্রুণ চার বছর ধরে সংরক্ষণ করার অভিযোগ উঠেছে ব্রিটেনের ওই হাসপাতালে বিরুদ্ধে । হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাদের কর্মীরা ভ্রুণগুলোকে সমাধিস্থ করার সঠিক কাগজপত্র তৈরি করে উঠতে পারেনি। তাই এতদিন ধরে সেগুলি জমা রয়েছে হাসপাতালে।
৮৬টি ভ্রুণের মধ্যে ২টি ২০১০ সালের, ২টি ২০১১ সালে, ৩০টি ২০১২ সালের ও ৫২টি ২০১৩ সালের। এই ঘটনার জন্য অবশ্য ক্ষমা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা জানিয়েছে তারা ।
ওয়ালসাল স্বাস্থ্যপরিসেবা ও এনএইচএস ট্রাস্ট প্রথম দিকে এই বিলম্বের জন্য তাদের মায়ের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে চিঠি পাঠায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায়, দেহগুলি মর্গে পাঠানোর ক্ষেত্রের পদ্ধতিগত ত্রুটি থেকে গিয়েছিল ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button