ব্রিটিশ কাউন্সিলের ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন
ব্রিটিশ কাউন্সিল সারাদেশব্যাপী এক ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। আর তাহলো ‘বই পড়া প্রতিযোগিতা। ‘বিশ্ব পুস্তক দিবস’ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশু ও বয়স্কদের মধ্যে বই পড়ার অভ্যাস উৎসাহিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রতিযোগিতায় অংশ নিতে হলে ১লা এপ্রিল থেকে ৩১ শে মে’র মধ্যে www.readingbd.org ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া ব্রিটিশ কাউন্সিলের সব অফিসেই করা যাবে। এজন্য পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে। রেজিস্ট্রেশন ফি ৪০০ টাকা। এ প্রতিযোগিতাটি চারভাগে ভাগ করা হয়েছে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ‘এ’ গ্রুপ, ৯ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ‘ব’ গ্রুপ, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ‘সি’ গ্রুপ এবং বয়স্কদের জন্য রয়েছে ‘ডি গ্রুপ’। প্রতিযোগিতায় অংশ নিতে ব্রিটিশ কাউন্সিল থেকে বই সংগ্রহ করতে হবে। ওইসব বইয়ের উপরই পরীক্ষা নেয়া হবে। রেজিস্ট্রেশন শেষে পরীক্ষার তারিখ ও স্থান জানিয়ে দেয়া হবে। প্রতি গ্রুপ থেকে প্রথম স্থান অর্জনকারীরা একটি করে ল্যাপটপ পাবেন। এছাড়া অন্যারাও আকর্ষণীয় পুরস্কার পাবেন। ব্রিটিশ কাউন্সিল ও ডেফোডিল এডুকেশন নেটওয়ার্ক যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।