রফতানি কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ব্রিটেনে

রফতানি দেড় বছরের মধ্যে সবচেয়ে বেশি কমায় জানুয়ারিতে ব্রিটেনের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল ধারণার চেয়েও বেশি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
স্থানীয় সময় গত শুক্রবার ওএনএস জানায়, জানুয়ারিতে পণ্য বাণিজ্যে ঘাটতি ছিল ৯ দশমিক ৭৯৩ বিলিয়ন পাউন্ড। রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা ৮ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড ঘাটতির পূর্বাভাস দিয়েছিলেন। ডিসেম্বরে এ ঘাটতি ছিল ৭ দশমিক ৬৬২ বিলিয়ন পাউন্ড।
জানুয়ারিতে পণ্য রফতানি ৪ শতাংশ কমে ২৪ দশমিক ২৪৮ বিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে, ২০১২ সালের জুনের পর এটি সর্বনিম্ন। দেশটির বিশাল পরিসরের সেবা খাতসহ সার্বিক বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে ২ দশমিক ৫৬৫ বিলিয়ন পাউন্ড। ডিসেম্বরে তা ৬৬৮ মিলিয়ন পাউন্ড ছিল।
প্রধানমন্ত্রী জর্জ অসবর্ন ব্রিটিশ রফতানিকারকদের আরও সুবিধা দেয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের উত্সাহী করতে কার্যকর পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন।
নির্মাণ খাতের ওপর সংশোধনী তথ্যে ওএনএস জানায়, গত বছরের চতুর্থ প্রান্তিকে এ খাতের কার্যক্রম দশমিক ২ শতাংশ কমেছে, এর আগে তা দশমিক ২ শতাংশ বাড়ার কথা বলা হয়েছিল।
এদিকে বিশ্বে অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর ব্রিটেনের নির্মাণ খাতেও ধস নামে। এরপর দেশটির আবাসন বাজার ঘুরে দাঁড়ানোর পর থেকে নির্মাণ খাত বেশ সুবিধা পাচ্ছে। ফেব্রুয়ারিতে আবাসন বাজারে দাম ৯ শতাংশের বেশি বেড়েছিল। কিন্তু এর পরও নির্মাণ খাতের কার্যক্রম সংকট পূর্ববর্তী অবস্থার তুলনায় কম রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button