দেশ কোন দিকে যাচ্ছে কেউ জানে না : বি চৌধুরী
বিকল্পধারার সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশ এখন কোন দিকে যাচ্ছে কেউ জানে না। প্রতিদিন হত্যা, গুম, গ্রেফতার ও নির্যাতন চালানো হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে তরুণ সমাজকে জেগে উঠতে হবে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসকাব মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত ‘স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও নতুন তারা সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হাশেম রানা। আলোচনার আগে অতিথিরা প্রেসকাব চত্বর থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সভায় বি চৌধুরী আরো বলেন, বর্তমানে দেশের ইতিহাস বিকৃতি করা হচ্ছে। কিন্তু তারা শত চেষ্টা করেও জিয়াউর রহমানের নাম মুছতে পারবে না। কারণ, দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার ভূমিকা সম্পর্কে জানে। জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ। তিনি বলেন, জিয়াউর রহমানকে নিয়ে যারা কটা করছেন এবং ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করছেন। একদিন জাতি তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।
জিয়া দেশের সংস্কৃতির উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন উল্লেখ করে বি.চৌধুরী বলেন, তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমী, শিশু একাডেমীসহ অনেক প্রতিষ্ঠান গড়ে তোলেন। নিজস্ব সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন।
তিনি আরো বলেন, জিয়াউর রহমান জীবনে কোনো দিন দুর্নীতি করেননি। কোনো অনিয়ম তাকে স্পর্শ করতে পারেনি। তাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্মকে খাঁটি দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সংস্কৃতি দিয়ে একটি জাতি বিশ্বের বুকে স্থান করে নিতে পারে। এজন্য জিয়াউর রহমান বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে উদ্যোগ নেন।
জিসাসের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ডিজেলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ। আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।