ব্যাংক অব ইংল্যান্ডের ডেপুটি গভর্নর হলেন নিমত শফিক

Nimotসৈয়দ শাহ সেলিম আহমেদ: ব্রিটেনের ব্যাংক অব ইংল্যান্ড ৩১৮ বছরের ইতিহাসের রেকর্ড ভেঙ্গে দিয়ে ব্যাংকের ডেপুটি গভর্নরের পদে একজন মিশরীয় বংশোদ্ভূত নিমত শফিক নামের মহিলাকে নিয়োগ দিয়েছেন। তিনিই ব্যাংকের এই সর্বোচ্চ পদে দ্বিতীয় মহিলা, যাকে মার্ক কার্ণি ব্যাংকের নতুন লাইন আপ-এ এই ব্যাংকার তরুণীকে নিয়োগ দিলেন।
বর্তমানে নিমত শফিক আইএমএফ-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। আগামী আগস্ট ২০১৪ সালে মিস শফিক ব্যাংক অব ইংল্যান্ডের মার্কেটিং ও ব্যাংকিং বিভাগে যোগ দিবেন বলে ব্যাংক সংবাদ প্রকাশ করেছে।
মিস শফিক আলেকজান্দ্রিয়াতে জন্ম হলেও আমেরিকাতেই বড় হয়েছেন। তিনি বিশ্বব্যাংকের সর্বকনিষ্ঠ ভাইস-প্রেসিডেন্টের রোল নিতে চলেছেন এবং একই সাথে আইএমএফ-এর ১বিলিয়ন বাজেট পরিচালনা করছেন । বিগত ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মিস শফিক ডিপার্টম্যান্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপম্যান্টের পার্মানেন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button