ডেভিড বার্গম্যানের কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল
ব্লগে বিরূপ মন্তব্যের জন্য ডেইলি নিউ এজের বিশেষ প্রতিনিধি সাংবাদিক ডেভিড বার্গম্যানের কাছে ব্যাখ্যা চেয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৬ মার্চ তাকে উপস্থিত হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। হাই কোর্টের এক আইনজীবীর আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
আবেদনকারী আবুল কালাম আজাদের পক্ষে তার আইনজীবী মিজান সাঈদ গত মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর অভিযোগটি জমা দিয়েছিলেন। মূলত বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগ গঠন অথবা ট্রাইব্যুনালের বিবেচনা অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আবেদনটি করা হয়।
আবেদনে বলা হয়, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গঠিত অভিযোগে ট্রাইব্যুনাল বলেছিল, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ৩০ লাখ মানুষ শহীদ হয়, দুই লাখ নারী ধর্ষিত হয় এবং প্রায় এক কোটি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়। এ বিষয়ে ডেভিড বার্গম্যান তার ব্লগে প্রশ্ন তুলেছিলেন। ২০১১ সালের ১১ নভেম্বর প্রকাশ করা ওই লেখাটি এখনো তার ব্লগে পাওয়া যাচ্ছে। এছাড়া ২০১৩ সালের ২৮ জানুয়ারি পলাতক আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের রায় ঘোষণার পরও ব্লগে ওই রায় নিয়ে সমালোচনা করেন ডেভিড বার্গম্যান।