আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হয়ে গেল ক্রিমিয়া
রুশ ফেডারেশনের সংবিধান সংশোধন সংক্রান্ত আইনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরের মধ্যদিয়ে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এর আগে শুক্রবার রুশ সংসদের উচ্চকক্ষে সর্বসম্মতভাবে ক্রিমিয়ার সঙ্গে স্বাক্ষরিত একীভূতকরণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি এবং সংবিধান সংস্কারের বিলটি অনুমোদন করা হয়েছে। গত মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে ওই চুক্তি ও বিলটি অনুমোদন লাভ করে।
আজ ভ্লাদিমির পুতিন সংবিধান সংশোধন সংক্রান্ত চুক্তিতে সই করার পর সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। গত রোববার ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটে ৯৭ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পক্ষে রায় দিয়েছে বলে ক্রিমিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে। ওই গণভোটের পরই রাশিয়ায় ক্রিমিয়ার অন্তর্ভূক্তির বিষয়ে চুক্তি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ক্রিমিয়ার নেতারা।
শুক্রবার রুশ ফেডারেশনের সংবিধান সংশোধন সংক্রান্ত চুক্তিতে পুতিনের সইয়ের মধ্যদিয়ে একীভূতকরণ সংক্রান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। তবে ইউক্রেনসহ গোটা পাশ্চাত্য ক্রিমিয়াকে একীভূত করার রুশ পদক্ষেপকে অগ্রহণযোগ্য ও অবৈধ হিসেবে ঘোষণা করেছে।