মিশিগানে টিউশন ফি ছাড়াই পড়াশুনা !
মিশিগানের আইনসভার সদস্যরা একটা পাইলট প্রজেক্ট প্রস্তাব করেছে যেখানে ছাত্ররা বিনা টিউশন ফিতে পড়াশুনা করতে পারবেন। তবে এর বিনিময়ে তাদের ভবিষ্যতে তাদের বেতন থেকে অন্যান্য কলেজ ছাত্রদের টিউশন ফি পরিশোধ করতে হবে।
২০টিরও বেশি রাজ্যে এই প্রোগ্রাম নিয়ে কথাবার্তা চালাচ্ছে কিন্তু মিশিগানই প্রথম রাজ্য যারা ইতিমধ্যে ২ মিলিয়ন ডলার ফান্ড দিয়ে কাজ শুরু করে দিয়েছে। এ অর্থ ২০০ ছাত্রের জন্য যথেষ্ট।
এই পরিকল্পনার অংশ হিসেবে বর্তমান ছাত্ররা তাদের পেশাজীবনে তাদের বেতনের চার শতাংশ দিতে বাধ্য থাকবে। বর্তমানে একবছর টিউশন ছাড়া পড়ার সুযোগ পাওয়ার বিনিময়ে পাঁচবছর বেতনের চার শতাংশ কলেজ ফান্ডে দিতে হবে। তবে কমিউনিটি কলেজ ছাত্রদের জন্য এ হার ২ শতাংশে নামিয়ে আনা হবে।
এই বিলের প্রস্তাবকারীরা বলেন, এর ফলে ছাত্রদের মনে অর্থনৈতিক দুশ্চিন্তা ভর করবে না এবং তারা তাদের পেশাজীবনে গিয়ে অল্প অল্প করে টিউশন ফি পরিশোধ করতে পারবে।