৯১ উপজেলায় নির্বাচন রবিবার : প্রস্তুতি সম্পন্ন

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ৪৩ জেলার ৯১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। এরই মধ্যেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে শুক্রবার মধ্যরাত থেকে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটের জন্য নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এ ছাড়া শুক্রবার সকাল থেকে স্ট্রইকিং ফোর্স হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ ছাড়া প্রতিটি উপজেলায় একজন বিচারিক ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।
ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে ব্যালট পেপার ও ব্যালট বাঙসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম।
চতুর্থ ধাপের নির্বাচনে মোট মোট ভোটার রয়েছেন ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ১৩ জন। এর মধ্যে পুরুষ ৬৫ লাখ ৬৭ হাজার ৮৩২ এবং নারী ৬৬ লাখ ১৭ হাজার ১৮১ জন।
চতুর্থ ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে সেগুলো হলো- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের বোচাগঞ্জ ও ফুলবাড়ী, জয়পুরহাটের পাঁচবিবি, বগুড়ার গাবতলী, রাজশাহীর তানোর, পুটিয়া ও বাগমারা, নাটোরের বড়াইগ্রাম, সিরাগঞ্জের চৌহালী, পাবনার ঈশ্বরদী ও ফরিদপুর, নড়াইল সদর, কুষ্টিয়ার দৌলতপুর, চুয়াডাঙ্গার জীবননগর, ঝিনাইদহের হরিণাকু-ু, যশোরের সদর ও কেশবপুর, বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাট, খুলনার ফুলতলা, তেরখাদা, রূপসা, বটিয়াঘাটা ও দাকোপ,  সাতক্ষীরার কলারোয়া, বরগুনার বেতাগী, পটুয়াখালীর সদর, গলাচিপা, মির্জাগঞ্জ, বাউফল ও দুমকী, ভোলার তজুমুদ্দিন, মনপুরা ও দৌলতখান, বরিশালের আগৈলঝারা, উজিরপুর ও বানারীপাড়া, ঝালকাঠির সদর, কাঠালিয়া, রাজাপুর ও নলছিটি, পিরোজপুরের সদর, জিয়ানগর, ভা-ারিয়া ও মঠবাড়িয়া, ঢাকার ধামরাই, টাঙ্গাইলের কালিহাতি, ভুয়াপুর, নাগরপুর ও মধুপুর, শেরপুরের নালিতাবাড়ী, ময়মনসিংহের হালুয়াঘাট, নেত্রকোনার মদন, কিশোরগঞ্জের ভৈরব, ইটনা, কটিয়াদি, মিঠামইন ও তাড়াইল, মুন্সীগঞ্জের গজারিয়া, গাজীপুরের কালিয়াকৈর, সুনামগঞ্জের শাল্লা ও ধর্মপাশা, সিলেটের সদর ও কানাইঘাট, মৌলভীবাজারের সদর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল, হবিগঞ্জের সদর, আজমেরীগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নাসিরনগর, কুমিল্লার মেঘনা ও বরুড়া, চাঁদপুরের শাহরাস্তি, ফেনীর সোনাগাজী ও ফুলগাজী, নোয়াখালীর বেগমগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও সাতকানিয়া, কঙবাজারের রামু ও কুতুবদিয়া, রাঙ্গামাটির জুড়াছড়ি এবং বান্দরবানের নাইক্ষংছড়ি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button