মদিনা সনদ অনুসারে দেশ চলবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুন-খারাবি, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ ইসলামের শিক্ষা নয়। যারা এসব অপকর্ম করে তাদের কোন ধর্ম নেই, সীমানা নেই। ইসলামের অপব্যাখ্যাকারী এ অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, মদিনা সনদ ও মহানবী হজরত মুহাম্মদ (সা:)-এর বিদায় হজের ভাষণের নির্দেশনা অনুসারে দেশ পরিচালনা করা হবে। এই সরকার কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করবে না।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধামন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আলেম-ওলামাদের সহযোগিতা কামনা করে বলেন, “ইসলামকে শান্তির ধর্ম আখ্যায়িত করে ধর্মকে ব্যবহার করে কেউ যেন বোমাবাজি, সন্ত্রাসী, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা, হাত-পায়ের রগ কেঁটে দেয়া, চোখ তুলে নেয়ার মত ধর্মবিরোধী কাজ করতে না পারে।”
শেখ হাসিনা বলেন, “ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িতদের কোন ধর্ম নেই, দেশ নেই, এরা গণতন্ত্রেও বিশ্বাসী নয়।”
তিনি বলেন, “ধর্মের নামে স্বার্থান্বেষী মহল যেন আমাদের মধ্যে কোন বিভাজন ও দ্বিধা তৈরি করতে না পারে, এ জন্যও আলেম-ওলেমাদের সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মুসলিম দেশগুলোতে আজ হানাহানি, মারামারি ও কাটাকাটি লেগে আছে। এসব সহিংস কাজ করে কারা ফায়দা লুটতে চাইছে, তা ভেবে দেখতে হবে। সম্প্রতি একই ঘটনা আমাদের দেশেও তারা চালু করতে চেয়েছিল। কিন্তু সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে ওই কুচক্রী মহলটি সফল হতে পারেনি।”
তিনি বলেন, “আমি মনে-প্রাণে বিশ্বাস করি সর্বশক্তিমান আল্লাহ এবং ইসলামের ওপর যাদের বিশ্বাস রয়েছে, স্বার্থান্বেষী মহল তাদের মধ্যে দ্বিধা ও বিভাজন তৈরি করতে পারবে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। স্বাগত বক্তৃতা প্রদান করেন ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান এবং ইসলামী ফাউন্ডেশনের কর্মকাণ্ড তুলে ধরে বক্তৃতা করেন মহাপিরচালক শামীম মোহাম্মদ আফজাল। -বাসস