মসজিদগুলো এখন খ্রিস্টানদের পানশালা !
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ে গণহত্যা চালিয়ে মুসলমানদের বিতাড়িত করার পর সেখানকার মসজিদগুলোকে পানশালায় বা পাবে (মদ পান ও বিক্রির দোকান) রূপান্তরিত করেছে উগ্র খ্রিস্টানরা। বাঙ্গুইয়ের মসজিদগুলোর চরম অবমাননার এই খবর দিয়েছে আলউইদাইনফো নামের ওয়েবসাইট।
দেশটির সরকারও উগ্র খ্রিস্টানদের এইসব তৎপরতায় বাধা দিচ্ছে না বা এইসব তৎপরতা বন্ধের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন সম্প্রতি বলেছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মুসলমানদের বিরুদ্ধে চলমান সহিংসতার ফলে দেশটির বেশিরভাগ মুসলমানই রাজধানী বাঙ্গুই ছেড়ে দেশটির পশ্চিমাঞ্চলে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাড়ে নয় লাখেরও বেশি মুসলমান শরণার্থীতে পরিণত হয়েছে এবং দেশটির হাজার হাজার মুসলমান নিহত হয়েছে।
ফ্রান্স গত ৫ ই ডিসেম্বর তার সাবেক এই উপনিবেশে সেনা পাঠানোর পরও মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ ঠেকাতে ব্যর্থ হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক প্রস্তাবে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা পাঠাতে আফ্রিকান ইউনিয়ন ও ফ্রান্সকে অনুমতি দেয়ার পর প্যারিস ওই পদক্ষেপ নেয়।