সংসদ থেকে জাতীয় পার্টির ওয়াক আউট
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াক আউট করেছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দশম সংসদের কার্যক্রম শুরুর পর এই প্রথম দলটি ওয়াক আউট করল। রবিবার বিকেলে সংসদ অধিবেশন শুরু হওয়ার ২৩ মিনিট পর ওয়াক আউট করে জাতীয় পার্টি।
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে ওয়াক আউট করেন জাতীয় পার্টির এমপিরা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদেই ছিলেন।