শাল্লায় ও ধরমপাশায় বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী
সুনামগঞ্জের শাল্লা ও ধরমপাশা উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। শাল্লা উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী গণেন্দ্র চন্দ্র সরকার বিজয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি ২০ হাজার ৮ শত ২৪ ভোট পেয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দ্বি আ’লীগ সমর্থিত আব্দুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ঘোড়া প্রতীকে ১৭৫৯৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র মাহবুব সোবহানী চৌধুরী চশমা প্রতীক নিয়ে ১৭ হাজার ৪শত ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের অমিতা রানী দাস প্রজাপতি প্রতীক নিয়ে ১৮হাজার ২শত ৭৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ধরমপাশা উপজেলায় বিএনপি সমর্থিত মোতালেব খান বিজয়ী হয়েছেন। দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩২হাজার ৯শত ৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগ সমর্থিত শামীম আহমদ মুরাদ পেয়েছেন ৩১ হাজার ২ শত ২৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মোশাহিদ তালুকদার তালা প্রতীক নিয়ে ৩৬ হাজার ১শত ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মহিলা ভাইসচেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত সাবেকুন্নাহার হাসঁ প্রতীক নিয়ে ৫৪হাজার ৫শত ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টায় জেলা প্রশাসনের ফলাফল নিয়ন্ত্রন কক্ষ থেকে সহকারি রিটানিং অফিসার দেবজিত সিং এ ফলাফল ঘোষণা করেন।