নিজামীর মামলার রায় যেকোনো দিন
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার কার্যক্রম শেষ হয়েছে। এখন যেকোনো দিন রায়ের জন্য দিন ধার্য করবে ট্রাইব্যুনাল। সোমবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখে দেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন অনুপস্থিত আছেন।
রোববার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম তার আইনি যুক্তি-তর্ক উপস্থাপন সম্পন্ন করেন। পরে প্রসিকিউটর মোহাম্মদ আলী পাল্টা যুক্তি উপস্থাপন শুরু করেন।
আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম দাবি করে বলেন, প্রসিকিউশন নিজামীর বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছে তা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে এ সব অভিযোগ এনেছে প্রসিকিউশন। আশা করি এ সব অভিযোগ থেকে তিনি খালাস পাবেন।