বিশ্বকাপ থেকে রাশিয়া আউট, ইসরাইল ইন!

ব্রাজিল বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ দেয়ার দাবি জানান হয়েছে। ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার ভূমিকার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকা কার্যত দেশটিকে একঘরে করে দিয়েছে।
এবার ফুটবল বিশ্বেও রাশিয়াকে বিছিন্ন করে দেয়ার চেষ্টা শুরু হয়েছে। দুই মার্কিন সিনেটর ফিফা সভাপতি সেপ ব্লাটারকে চিঠি লিখে দাবি করেন, ক্রিমিয়া ঘটনায় ইউক্রেনের ওপর যে অবিচার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন করেছেন ২০১৮ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রাশিয়ার কাছ থেকে কেড়ে নেয়া উচিত। এমনকি ২০১৪ বিশ্বকাপেও রাশিয়াকে বাদ দেয়া উচিত।
শুধু সিনেটারদের চিঠিই নয়, ইউরোপের বিভিন্ন দেশ উয়েফার কাছে প্রস্তাব পাঠিয়েছে তাদের সংগঠন থেকে সাসপেন্ড করা হোক রাশিয়াকে। ফিফার কাছেও এই বিষয়ে চাপ বাড়ছে। ফিফা সভাপতি অবশ্য কয়েক দিন আগেই বলেছিলেন, ২০১৮ বিশ্বকাপ রাশিয়াতেই আয়োজিত হবে। তবে ব্রাজিল বিশ্বকাপে রাশিয়ার খেলার ব্যাপারে মুখ খোলেননি তিনি।
বালকান সঙ্কটের জন্য ১৯৯৪ বিশ্বকাপে খেলার ব্যাপারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল যুগোস্লাভিকিয়াকে। একই কারণে ১৯৯২ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও খেলতে পারেনি যুগোস্লাভিকিয়া।
এমন খবরের পর জোর জল্পনা রাশিয়া কি তবে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ছে! ইসরাইলে নাকি এখন থেকেই রীতিমত উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। কারণ নিয়ম অনুযায়ী রাশিয়া যদি সত্যি বাদ পড়ে সেক্ষেত্রে সুযোগ পাবে ইসরাইল। কারণ ইউরোপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে রাশিয়া যে গ্রুপে ছিল তাতে তৃতীয় হয়েছিল ইসরাইল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি যোগ্যতা অর্জন করেছিল রাশিয়া, দ্বিতীয় হয়ে প্লে অফের মাধ্যমে ব্রাজিলের টিকিট পেয়েছিল রোনাল্ডোর পর্তুগাল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button