প্রেসিডেন্ট আসাদের ভাই নিহত
তুর্কি সীমান্তে ইসলামপন্থী বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের চাচাতো ভাই হিলাল আল আসাদ নিহত হয়েছেন। রোববার তিনি নিহত হন বলে সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশন প্রতিবেদন ও আন্দোলনকারীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
ওই দিন সিরিয়ার লাতাকিয়া প্রদেশের তুর্কি সীমান্তে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠি আল নুসরা ফ্রন্ট্র ও অন্যান্য ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠির সঙ্গে লড়াইয়ে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
অবজারভেটরি জানিয়েছে, লড়াইয়ে হিলালের সঙ্গে তার বাহিনীর আরো সাতজন সদস্য নিহত হয়েছেন।
হিলাল আসাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সিরিয়ার রাষ্ট্রিয় গণমাধ্যম। তিনি উপকূলীয় প্রদেশ লাতাকিয়ার বেসামরিক জাতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন বলে জানিয়েছে তারা। এই লাতাকিয়া প্রদেশ থেকেই আসাদ পরিবারের উত্থান হয়।