সিলেট সদরে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর জৈন উদ্দিন নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী দিলারা হাসান। ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের জৈন উদ্দিনের প্রাপ্ত ভোটের পরিমাণ ২৫ হাজার ৭৭৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল কাশেম নলক’প প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮২০ ভোট।
এছাড়া উস্তার আলী ৮ হাজার ৪৬২ ভোট, হেলাল আহমদ ৬ হাজার ২৯০ ভোট, ইমাদ উদ্দিন ৫ হাজার ৯১০ ভোট, মাওলানা জাহিদ উদ্দিন ৫ হাজার ৬৫৩ ভোট, মইনুল ইসলাম ৪ হাজার ৯৮৯ ভোট, নজরুল ইসলাম ৪ হাজার ৭২৩ ভোট, কবির মিয়া ২ হাজার ৩৫৮ ভোট, ইনছান মিয়া ২ হাজার ৩৫৮ ভোট, দেলওয়ার মিয়া ২ হাজার ১৯৭ ভোট ও সামসুল ইসলাম ৪৭২ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪ হাজার ৮৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দিলারা হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনি বেগম পেয়েছেন ১২ হাজার ৩৮৫ ভোট।
এছাড়া হেনা বেগম ১২ হাজার ২১৩ ভোট, সুলতানা মাসুদ ১০ হাজার ৮৬০ ভোট, আফিয়া বেগম ৬ হাজার ৩৪৭ ভোট, সেলিনা বেগম ৪ হাজার ৬৭৯ ভোট, পারভিন বেগম ৪ হাজার ৫৯৯ ভোট ও বিলকিস আক্তার ৩৭৫০ ভোট পেয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button