রাশিয়াকে একঘরে করার হুঁশিয়ারি ব্রিটেনের
ইউক্রেইনের ক্রিমিয়া অবৈধভাবে দখল করে রাশিয়া দীর্ঘদিনের জন্য ‘একঘরে এবং নিশ্চল’ হয়ে যাওয়ার মুখে পড়েছে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।
গত ২০ বছরের চেয়ে এখন রাশিয়ার সঙ্গে সম্পর্র্ককে ভিন্ন এবং নতুনভাবে ভেবে দেখার সময় হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন তিনি।
এতে করে রাশিয়া কয়েকটি আন্তর্জাতিক সংগঠন থেকে বাদ পড়তে পারে এবং ইউরোপের বাদবাকী অংশে তার প্রভাব কমে যেতে পারে বলে জানিয়েছে বিবিসি।
‘দ্য সানডে টেলিগ্রাফ’ এ এক লেখনীতে হেগ বলেন, যুক্তরাজ্য এবং ইউরোপীয় মিত্র দেশগুলো ভয় পাবে না।
ক্রিমিয়ায় ইউক্রেইনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিটি রুশ সেনাদের দখলে চলে যাওয়া নিয়ে বিরাজমান উত্তেজনার মধ্যে হেগ এ মন্তব্য করলেন।
সেভাস্তোপোলের কাছে বেলবেক বিমান ঘাঁটিতে হামলায় অন্তত একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।
রাশিয়া শুক্রবার ক্রিমিয়াকে আনুষ্ঠানিকভাবে নিজ ভূখণ্ডে অন্তর্ভুক্ত করে নিয়েছে।
হেগ বলেন, “ক্রিমিয়াকে অবৈধভাবে দখল করে রাশিয়ার অন্তর্ভুক্ত করাটা লজ্জাজনক এবং এর আগে সেখানে গণভোট করাটা গণতন্ত্রকে উপহাস করা”।
তিনি আরো বলেন, রাশিয়া প্রতিবেশী ইউরোপীয় দেশে আগ্রাসন চালিয়েছে এবং শক্তি প্রয়োগ করে সীমান্ত বদল করেছে। একবিংশ শতাব্দীতে এটি এ যাবৎকালে ইউরোপের নিরাপত্তার জন্য সবচেয়ে মারাত্মক।