যুক্তরাষ্ট্রে বাংলাদেশির ৪০ বছর কারাদণ্ড

Mahfuzযুক্তরাষ্ট্রের একটি আদালতে বাংলাদেশি বংশোদ্ভূত মাহফুজ হককে ৪০ বছর কারাদণ্ড দিয়েছেন। স্টেউবেন কাউন্টির জনাকীর্ণ আদালত এই রায় ঘোষণার পর মাহফুজ কান্নায় ভেঙ্গে পড়েন।
সোমবার সুপেরিয়র কোর্টের বিচারক উইলিয়াম ফি রায় ঘোষণা করেন। মাহফুজের বিরুদ্ধে প্রেমঘটিত ঘটনায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ প্রমাণিত হয়।
জানা যায়, বাংলাদেশী বংশোদ্ভূত মাহফুজ (৪৭) যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে ২৫ বছর আগে স্বদেশে পালিয়ে এসেছিলেন। তার সাবেক প্রেমিকা ক্রিস্টিন মাটজফেল্ডের সঙ্গে নতুন প্রেমিক টড কেলির মেলামেশার বিষয়টি মেনে নিতে না পেরে তিনি টডকে নির্মম ছুরিকাঘাতে হত্যা করেছিলেন।
মাহফুজ বৈধভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করছিলেন। ১৯৮৯ সালের ৯ আগস্ট উপর্যুপরি ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ টড কেলিকে হ্যামিল্টনে তার নিজ বাড়িতে হত্যা করেন মাহফুজ।
গত বছর নভেম্বরে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। কেলিকে হত্যার পর মাহফুজ যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন।
২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে গ্রেফতার হন মাহফুজ। নয়াদিল্লিতে টেবিল টেনিসের একটি প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের সময় তাকে আটক করা হয়। গত বছর জুলাইয়ে তাকে ইন্ডিয়ানাতে পাঠিয়ে দেয়া হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button