কাদের সিদ্দিকীর রিট খারিজ
টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জাফর আহমেদের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। ঋন খেলাপীর অভিযোগে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচনন কমিশন তার আপিল খারিজ করে দেয়। পরে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্চ করে কাদের সিদ্দিকী হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল। শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেয়।