ব্রিটেনের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্টে মামলা
সৈয়দ শাহ সেলিম আহমেদ: ইউরোপীয় ইউনিয়ন কমিশন ব্রিটেনে ইউরোপীয় নাগরিকদের ক্ষেত্রে রেসিডেন্সি টেস্ট ও বেনিফিট টেস্টের সিস্টেমকে আন-ফেয়ার ও এমপ্লয়ম্যান্ট ডিসক্রিমিনেশনের জন্য ইউরোপিয়ান কোর্টে মামলা করতে যাচ্ছে হাঙ্গেরিয়ান সোশ্যালিস্ট ও ইউরোপীয় কমিশন যৌথ ভাবে। আজ ডেইলি এক্সপ্রেস এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা গেছে, ব্রিটেন সরকার নন-ইউরোপীয়দের জন্য ব্রিটেনে এসেই বেনিফিট ক্লেইম এর ক্ষেত্রে কিছু কড়াকড়ি আরোপ করেছেন। উপরন্তু ইংরেজি জানা ও ইংরেজি টেস্ট বাধ্যতামূলক করে রেসিডেন্সি টেস্ট এপ্লাই করেছে। ওয়ার্ক ও পেনশন সেক্রেটারি ইয়ান ডনকান এমপি এ ব্যাপারে বলেন, ব্রিটেনের অধিকার রয়েছে মাইগ্র্যান্টদের জন্য যথাযথ নিয়ম প্রয়োগ করার।তিনি বলেন, মাইগ্র্যান্টদের যথানিয়মে ইংরেজি টেস্ট এপ্লাই করা ব্রিটেনের নিজস্ব আইনের প্রয়োগের অধিকার রয়েছে।
ডনকান স্মিত আরো বলেন, ব্রিটেনের বেনিফিট সিস্টেম ফেয়ার এবং সুরক্ষা করা সরকারের নৈতিক এবং লেজিটিমিট দায়িত্ব। রেসিডেন্সি টেস্ট হচ্ছে আমাদের পার্ট অব দ্য সিস্টেম এবং মাইগ্র্যান্টদের ইংরেজি টেস্ট ফেয়ার করা সিস্টেমেরই অংশ বিশেষ । এক্ষেত্রে ইউরোপীয় কমিশনের মতামত ব্রিটেনের উপর চাপিয়ে দেয়া ঠিক হবেনা।
ব্রিটেন যদি এই কেইসে হেরে যায়, তাহলে হয় ব্রিটেনের আইন চেঞ্জ করার প্রয়োজন হতে পারে নতুবা মোটা ধরনের আর্থিক জরিমানা ইউরোপীয় ইউনিয়ন করতে পারে বলে এক্সপ্রেস তাদের সংবাদে উল্লেখ করেছে।