হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর-কামারগাঁও আঞ্চলিক সড়কের কামারগাঁও এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের মৃত আব্দুল খালিকের বড় ছেলে রঙ্গু মিয়া (২৫) ও ছোট ছেলে হাফেজ লিংকন (২২)। মঙ্গলবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের রঙ্গু মিয়া (২৫) তার ছোট ভাই হাফেজ লিংকনকে (২২) সঙ্গে নিয়ে বিয়ের কনে দেখতে মোটর সাইকেলযোগে নবীগঞ্জের কামারগাঁও গ্রামে রওয়ানা হন। তারা কামারগাঁও এলাকায় বিবিয়ানা গ্যাস ফিল্ডস্‌ এর নর্থ প্যাডের কাছে পৌঁছুলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুই ভাই আহত হন।
সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আহত ২ ভাইকে উদ্ধার করে সিলেট এম জি ওসমানী কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যায়। বেলা ২টার দিকে পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় তাদের মৃত্যু হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button