দুর্নীতি বেড়েছে বিশ্বজুড়ে
২০১২ সালে বিশ্বে দুর্নীতি বেড়েছে। এ ছাড়া গত বছরে ঘুষ দেয়ার প্রবণতাও বেড়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০১২ সালের গ্লোবাল করাপশন ব্যারোমিটার রিপোর্টে এ কথা বলা হয়েছে। এএফপি। বার্লিনভিত্তিক আন্তর্জাতিক ‘দুর্নীতিবিরোধী সংস্থা’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মঙ্গলবার সারা বিশ্বে একযোগে এ রিপোর্ট প্রকাশ করে। সংস্থাটির জরিপে ১০৭টি দেশের ১১ লাখ ১৪ হাজার মানুষ অংশ নেয়। ওই জরিপে দেখা গেছে, পুলিশ, আদালত ও রাজনৈতিক দলের ওপর জনগণ কম আস্থাশীল। জরিপে অংশ নেয়া ২৭ শতাংশ মানুষ জানিয়েছে, তারা জনসেবা নেয়ার জন্য ঘুষ দিয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মুখপাত্র জানান, দারিদ্র্য ও দুর্নীতির মধ্যে সম্পর্ক রয়েছে। ঘুষ নেয়ার শীর্ষ ১০টি দেশের আটটিই আফ্রিকার দেশ বলে জানান তিনি। এ ব্যাপারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান হিউগেট লাবেল জানান, বিশ্বজুড়ে ঘুষ দেয়া-নেয়ার প্রবণতা কমেনি। তবে, মানুষ মনে করছে দুর্নীতি বন্ধ করা সম্ভব। জরিপে অংশ নেয়া ৩৬টি দেশ জানিয়েছে, পুলিশ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত।