লাখো কন্ঠ সমস্বরে গাইলো ‘সোনার বাংলা’
বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ২ লাখ ৫৪ হাজার ৬৮১ জন সমস্বরে গেয়েছেন ‘সোনার বাংলা’। এসময় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে সুর মেলান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সাংসদ, সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
বুধবার সকাল থেকে কয়েক দফা অনুশীলন শেষে ১১টা ৫ মিনিটে আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর চূড়ান্ত জাতীয় সংগীত শুরু হয় ১১টা ২০ মিনিটে। জাতীয় সংগীত পরিচালনা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুজেয় শ্যাম।
ময়দানে মোট ৬ হাজার ব্লকে প্রতি ৫০ জন লোককে নিয়ে গিনেজ বুক কমিটির নিয়ম অনুযায়ী গাওয়া হয় জাতীয় সংগীতের প্রথম ১০ লাইন।
জাতীয় সংগীত শুরুর আগে আগে সোয়া ১১টায় ডিজিটাল কাউন্টিং মেশিনে উপস্থিতির সংখ্যা দেখানো হয় ২ লাখ ৫৪ হাজার ৬৮১ জন।
তবে সব মিলিয়ে বেলা ১১টার মধ্যে ৩ লাখ পূর্ণ হয় বলে নিশ্চিত করা হয় আয়োজকদের পক্ষ থেকে।
২৬ মার্চ বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের পুরোনো রেকর্ড ভাঙে বাংলাদেশ। এখন কেবলই গিনেজ বুকে নাম ওঠার অপেক্ষা।
এখন অপেক্ষা কেবল গিনেজ বুক কর্তৃপক্ষের স্বীকৃতির। জাতীয় সংগীতের পর প্যারেড গ্রাউন্ডে দেশের খ্যাতিমান এবং নতুন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।