বিশ্বব্যাপী ইসরাইলি দূতাবাস বন্ধ
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে রোববার থেকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে বিশ্বব্যাপী ইসরাইলি দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের ইতিহাসে এই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধ থাকবে এবং এই মন্ত্রণালয়ের অধীনে কোথাও কোন কাজ হবে না। জেরুজালেম পোস্ট।