গোপনে নিউইয়র্ক ছাড়লেন কনসাল জেনারেল মনিরুল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ত্যাগ করে মরক্কোয় পৌঁছেছেন কনসাল জেনারেল মনিরুল ইসলাম। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গৃহকর্মীর মামলার পর অনেকটা গোপনেই নিউইয়র্ক ত্যাগ করেছেন তিনি। সোমবার দুপুরে নিরাপদে মরক্কোয় পৌঁছানোর কথা নিশ্চিত করে নিউইয়র্কে ই-মেইল করেছেন মনিরুল ইসলাম। গৃহকর্মী মাসুদ পারভেজ গত শুক্রবার মজুরি বঞ্চনা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেন মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফাহিমা তাহসিন প্রভার বিরুদ্ধে।
তবে, সপ্তাহিক ছুটি থাকায় আদালত থেকে মনিরুল ইসলামের কাছে কোনো নোটিশ যায়নি। এছাড়া, এখন পর্যন্ত নিউইয়র্কের সরকারি আইনজীবী ফৌজদারি অভিযোগ না আনায় কোনো সমন বা পরোয়ানাও জারি হয়নি।এদিকে গৃহকর্মী মাসুদ পারভেজের অভিযোগ অস্বীকার করে মনিরুল ইসলাম সংবাদমাধ্যমের কাছে বলেছেন, গৃহকর্মী তার সঙ্গে মরক্কোয় না যাওয়ার জন্য মামলা-নাটকের আশ্রয় নিয়েছেন। ধারণা করা হচ্ছে, মার্কিন আইনজীবীর পরামর্শে তিনি স্বেচ্ছা আত্মগোপনে আছেন।
জানা গেছে, নিউইয়র্ক ত্যাগের পূর্বে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কনসুলেট অফিসের কর্মভার হস্তান্তর করে যাননি মনিরুল ইসলাম। গতকাল ঢাকার নির্দেশে জাতিসংঘ বাংলাদেশ মিশনের কর্মকর্তাকে কনসাল জেনারেলের অস্থায়ী দায়িত্ব দেয়া হয়েছে। জাতিসংঘ মিশনে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমান অস্থায়ী কনসাল জেনারেলের দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, মরক্কোয় রাষ্ট্রদূত হিসেবে মধ্য এপ্রিলে যোগ দেয়ার কথা ছিল মনিরুল ইসলামের।