লন্ডনে টি-টোয়েন্টি থিম সং নিয়ে ফ্ল্যাশ মব
চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ। থিম সংটি নিয়ে সরকারী ও বেসরকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরই মধ্যে মেতেছে ফ্লাশ মবে। এই উন্মাদনা দেশের সীমানা ছাড়িয়ে পৌছেছে বিদেশেও।
ক্রিকেট জনপ্রিয় নয় এমন দেশেও হয়ে গেছে টি-টোয়েন্টি থিম সং নিয়ে ফ্ল্যাশ মব। এর আগে মস্কো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, জার্মানির বার্লিন, মালয়েশিয়া, সাউথ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশী ছাত্র ছাত্রীরা আয়োজন করেছিলেন ফ্ল্যাশ মবের যা ধারাবাহিক ভাবে তাজাখবর.কমে প্রকাশিত হয়।
এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েসন লন্ডন পরিবেশন করলেন তাদের ফ্লাস মব। লন্ডনের টারাফালগার স্কয়ারে ফ্লাস মব টি করা হয়। প্রবাসী বাংলাদেশী হয়েই দেশের মানুষের সুখ দুঃখের সাথে সংহতি প্রকাশের এক মাধ্যম হয়ে উঠেছে এ ফ্লাস মব।