বোয়িং ও মালয়েশিয়া এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা
মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় মামলা মুখোমুখি হয়েছে ওই এয়ারলাইন্স এবং আমেরিকার বোয়িং কোম্পানি।
নিখোঁজ আরোহীদের পরিবারবর্গ মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাজ্যের একটি আদালতে আর্জি দাখিল করেছে বলে জানিয়েছে আইনি সহায়তা দানকারী সংস্থা রিবেক ‘ল’। শিকাগোভিত্তিক এ সংস্থা এ সব পরিবারের প্রতিনিধিত্ব করেছে। আর্জিতে বিমানটির নির্মাণ ও নকশা সংক্রান্ত ত্রুটির আলামত সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
রিবেক ‘ল’ বলেছে, ধারণা করা হচ্ছে, আদালতে এ আর্জি পেশ করার মধ্য দিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্স এবং বোয়িং কোম্পানি কোটি কোটি ডলারের ক্ষতিপূরণের মামলায় জড়িয়ে পড়তে যাচ্ছে।
রিবেক ‘ল’এর প্রধান আইনজীবী মনিকা কেলি বলেছেন, আইনজীবীরা মনে করছেন, ফ্লাইট এমএইচ৩৭০-এর মর্মান্তিক পরিণতির জন্য দু’টি বিবাদী প্রতিষ্ঠানই দায়ী। নিখোঁজ বিমানের একজন যাত্রীর মা জানুয়ারি সিরেগারের পক্ষ থেকে ওই আর্জি দাখিল করা হয়েছে। কেলি আরো জানান, বোয়িং ৭৭৭ বিমানটির নকশা ও বিভিন্ন যন্ত্রাংশ তৈরির সঙ্গে জড়িত অন্যান্য কোম্পানির বিরুদ্ধেও মামলা করা হবে।
গত ৮ মার্চের প্রথম প্রহরে বেইজিংগামী ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়ে যায়। কুয়ালালামপুর থেকে ২৩৯ আরোহীসহ উড্ডয়নের এক ঘণ্টা পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ১৬ দিনের আন্তর্জাতিক তল্লাশির পর বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে বলে গত ২৪ মার্চ ঘোষণা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।