নতুন প্রকাশনা সাহিতাঙ্গনকে মুখরিত করবে : কবি মুহিত চৌধুরী
কবি মুহিত চৌধুরী বলেছেন, নতুন প্রকাশনা বাংলা সাহিতাঙ্গনকে মুখরিত করবে। এভাবেই বাঙ্গালী একদিন স্বাধীনতার স্বাদ উপভোগ করবে। তিনি মঙ্গলবার সিলেট তাওহিদী সাহিত্য পরিষদের (সিতাসাপ) উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্য “স্বাধীনতার ডাক” স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের বই মেলামঞ্চে উক্ত প্রকাশনা অনুষ্ঠিত হয়।
পিয়াইনগুল জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও পরিষদের সভাপতি মাওলানা মোঃ আবুযর এর সভাপতিত্বে ও সেক্রেটারী মু. আব্দুর কাদির জীবন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিব ও ক্লাব ম্যাগাজিন সম্পাদক আনোয়ার হুসাইন।
প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাওহীদি সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মাসিক মুক্তধারা সম্পাদক সৈয়দ আয়েশ মিয়া, প্রশিক্ষণ সম্পাদক সাঈদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য রুমেল আহমদ, জয়নাল আবেদীন (জয়), শরিফ উদ্দিন (রবি), আবুল খায়ের, এনামুল হক, মাসুম তালুকদার, ফয়সল আহমদ (মামুন), সাজমুল ইসলাম, মাসিক সিলেটের ধ্বনির সম্পাদক কেএম. সালমান আহমদ প্রমুখ।