স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই

Khelafatখেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন দেশের স্বাধীন আস্তিত্ব আজ হুমকীর সম্মুখীন। একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে যারা মুখে মুখে স্বাধীনতার কথা বলে তারা দেশের প্রকৃত স্বাধীনতায় বিশ্বাস করে না। তিনি আরো বলেন, স্বাধীনতার মূল চেতনার সাথে ধর্মনিরপেক্ষতার কোনো সম্পর্ক নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। সংখ্যাগরিষ্ঠা মুসলমানরাই দেশের স্বাধীনতা রক্ষায় অগ্রনী ভূমিকা পালন করবে।  তাই দেশের স্বাধীনতা রক্ষার জন্য খেলাফত মজলিসের কর্মীদেরকে জনগণের কাতারে গিয়ে অন্যায়ভাবে ক্ষমতা কুক্ষিগতকারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ, ১৪ বিকাল ৪ ঘটিকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শাখা সভাপতি হাফেজ মাওলানা নোমান মাযহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাখা সেক্রেটারী এডভোকেট মিজানুর রহমানের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, অধ্যাপক খালেকুজ্জামান, অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক আবদুল জলিল, মাওলানা সৈয়দ রশীদ আহমদ ফেরদাউস, মাও. আহমদ আলী কাসেমী, ডা. রিফাত হোসেন মালিক, অধ্যাপক আজিজুল হক, অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকার, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কবি কাজী আরিফুর রহমান, মাও. করীফুল ইসলাম, এডভোকেট শায়খুল ইসলাম, ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল সোহাইল আহমদ, ছড়াকার মইন মুরসালিন, মাও. কারী ইবরাহীম, কবি মাও. খালিদ সানোয়ার, মাও. মিজানুর রহমান, মাও. জুনায়েদ আহমদ, ডা. আবুল কালাম আযাদ, মাও. শাহাদাত হোসাইন, সেলিম হোসাইন প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button