১০ হাজার কোটি রুপির বিনিময়ে জামিন
ভারতের প্রভাবশালী সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়কে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ২২ দিন জেলে কাটানোর পর ১০ হাজার কোটি রুপির বিনিময়ে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তিনি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি বেঞ্চ শর্তসাপেক্ষে এ জামিন মঞ্জুর করে। এর মধ্যে তাকে প্রথমে নগদ ৫ হাজার কোটি রুপি প্রদান করতে হবে। বাকি ৫ হাজার কোটি রুপি ব্যাঙ্ক গ্যারান্টির মাধ্যমে জমা দিতে হবে সুব্রত রায়কে। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া’কে এ পরিমাণ অর্থ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। সাহারা প্রধানের সঙ্গে গ্রুপটির আরও দুই পরিচালকের জামিনের জন্য আবেদন করেছিলেন আইনজীবীরা। তারা কোন অবস্থায় পালিয়ে যাবেন না আশ্বস্ত করে এ আবেদন করা হয়েছিল। সুব্রত রায়ের আইনজীবীরা পুনরায় বলেছেন, সাহারা প্রধানকে জেলে পাঠানোর ব্যাপারে জামিন অযোগ্য যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, তা অবৈধ। মৌলিক অধিকার লঙ্ঘনের ভিত্তিতে ওই পরোয়ানার বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ ছুঁড়তে পারেন বলেও মন্তব্য করেন।
গত ২৬শে ফেব্রুয়ারি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল সাহারা প্রধানের বিরুদ্ধে। গত ২৮শে ফেব্রুয়ারি উত্তর প্রদেশ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা খারিজের আবেদন করলেও, সেই আবেদন আমলে না নিয়ে গত ৪ঠা মার্চ পুলিশ হেফাজতে পাঠানো হয় সুব্রত রায়কে।