মুফতি ইজাহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আদালতে হাজির না হওয়ায় ইসলামী ঐক্যজোটের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেফারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রশীদ শুনানি শেষে এই আদেশ দেন।
জানা যায়, চট্টগ্রাম নগরের লালখানবাজার মাদ্রাসায় বিস্ফোরক উদ্ধারের মামলায় মুফতি ইজাহারসহ ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবিার। ৮ আসামিকে কারাগার থেকে হাজির করা হয়। কিন্তু জামিনে থাকা মুফতি ইজাহার আদালতে হাজির হননি। উচ্চ আদালত থেকে নেয়া তার জামিনের মেয়াদ ২৫ মার্চ শেষ হয়। বৃহস্পতিবার আদালতে হাজির না হওয়ায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর মুফতি ইজাহারের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩ জন মারা যায়। এ ঘটনায় হত্যা, বিস্ফোরকদ্রব্য ও এসিড নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়।
১০ ফেব্রুয়ারি বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় মুফতি ইজাহারসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।