ইউরোপে ভারতীয় আম নিষিদ্ধ
মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক ব্যবহার করায় ইউরোপিয়ান ইউনিয়ন ভারতীয় আম নিষিদ্ধ করেছে। আগামী মে মাস থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের স্ট্যান্ডিং কমিটি জরুরি বৈঠকে ভারত থেকে আম, লাউ, বেগুন আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। সভায় বলা হয়, ভারতীয় এসব পণ্যে মাত্রাতিরিক্ত রাসায়নিক ও কীটনাশকের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। ২০১৫ সাল পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও সিদ্ধান্ত হয়েছে।